Home > দেশ সংযোগ > সবসময় ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

সবসময় ফিলিস্তিনের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবসময় সমর্থন জানিয়ে আসছি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে আছে।

আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসিভুক্ত ১৪ দেশের প্রতিনিধিরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ বিষয়ে ব্রিফ করেন।

এদিকে ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ পাঠানোরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শেখ রাসেল দিবসের এক আলোচনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠানোর প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন, ইসরাইলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন। নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে তিনি ফিলিস্তিনের স্বজন হারানোদের পাশে দাঁড়ানোর কথা বলছেন।

আরও পড়ুনঃ “বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় পরিবর্তন আসবে”

Leave a Reply