Home > দেশ সংযোগ > ঘূর্ণিঝড় হামুন; কক্সবাজারে ২ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় হামুন; কক্সবাজারে ২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে কক্সবাজার পৌরসভায় দেয়াল চাপায় একজনের আর মহেশখালীতে গাছ চাপায় আরেকজনের মৃত্যু হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

বুধবার রাত ১২টা ১৫ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.ইয়ামিন হোসেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় হামুন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত কক্সবাজারে তাণ্ডব চালিয়েছে। ওই সময়টায় প্রচণ্ড ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়। কয়েক হাজার গাছ উপড়ে গেছে। পাশাপাশি অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে, এই তথ্য পেয়েছি।

এদিকে ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশে সাগর উত্তাল রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৭ নম্বর, মোংলা ও পায়রাকে ৫ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ জনগণ যদি চায় বিএনপি আবার ক্ষমতায় আসতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply