Home > অর্থ-বাণিজ্য > “রফতানি প্রবৃদ্ধিতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই”

“রফতানি প্রবৃদ্ধিতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই”

 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রফতানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, ২০২২-২৩ অর্থবছরে দেশের রফতানির ৮৪ দশমিক ৫৮ শতাংশ এসেছে তৈরি পোশাক খাত থেকে। অন্যদিকে রফতানি বাজারের ৬২ দশমিক ৮৮ শতাংশই হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (৪৫ দশমিক ৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রে (১৭ দশমিক ৪৬ শতাংশ)।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএফটিআই ও বিসিআই’র মধ্যে হওয়া সমঝোতার ফলে দেশি-বিদেশি বিনোয়োগের পথ সুগম হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণ করা সম্ভব হবে। যা সুদৃঢ় ও টেকসই রফতানিনির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১-এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

এছাড়া বিএফটিআই ও বিসিআই গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ দেয়ার মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় এই বিষয়গুলি উপেক্ষা করা আপনার পাশাপাশি শিশুর জন্যও বিপজ্জনক

Leave a Reply