Home > দেশ সংযোগ > বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিজিএবি’র শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইসিজিএবি’র শ্রদ্ধা

পনের আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আইসিজিএবি ।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে এদিন সকালে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধায় ইনস্টিটিউটের প্রেসিডেন্ট মুহাম্মদ মামুনুর রশিদ এফসিজিএ এর নেতৃত্বে ইনস্টিটিউটের সম্মানিত কাউন্সিল ও মেম্বার এর সম্বনয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ এ সময় পরম শ্রদ্ধায় জাতির জনকের প্রতিকৃতির সামনে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ ১৫ই আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ আজ জাতীয় শোক দিবস

Leave a Reply