Home > অর্থ-বাণিজ্য > “খাদ্যপণ্যের দাম আপাতত কমছে না”

“খাদ্যপণ্যের দাম আপাতত কমছে না”

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রবি মৌসুমের নয়া ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম কমার কোন সুযোগ নেই। আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করা হলেও তা ধরে রাখা সম্ভব হয়নি। পেঁয়াজ আমদানিতে ভারত ট্যাক্স বৃদ্ধি করায় গোটা দেশে পেঁয়াজের দাম বেড়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর লেকভিউ সিটি পার্কের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু খাদ্যপণ্যের দাম উর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে, এরপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বাজার। আগামী ডিসেম্বরের দিকে নতুন পণ্য আসতে শুরু করলে সংকট কেটে স্বাভাবিক হবে নিত্যপণ্যের বাজার।

খাদ্যপণ্যের অস্থিরতার বাজারে দ্বাদশ জাতীয় সংসদ ও রোজায় কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন, বিশ্বমন্দা অর্থনীতিতে কমবেশি সব দেশেই এর প্রভাব পড়েছে; সেদিক থেকে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে।

ছয়দিনের সফরে নিজ সংসদীয় আসন রংপুরে এসে পরে নগরীর ক্রিকেট গার্ডেনে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ রাজনীতি থেকে মেধাবীরা দূরে সরে যাচ্ছে; মেধাহীনরা দেশ পরিচালনা করছে: তথ্যমন্ত্রী

Leave a Reply