Home > বিনোদন > কোটি টাকার কেলেঙ্কারিতে ফাঁসলেন ২০ বলিউড সেলিব্রিটি

কোটি টাকার কেলেঙ্কারিতে ফাঁসলেন ২০ বলিউড সেলিব্রিটি

ভারতের ইডির তালিকায় কোটি টাকার কেলেঙ্কারিতে এবার ফেঁসেছেন একজন দুইজন নয়, ২০ জন বলিউড সেলিব্রিটি।

৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি)-এর সন্দেহের তালিকায় আছেন ২০ বলিউড সেলিব্রিটি। তাদের মধ্যে প্রথমেই যার নাম রাখা রয়েছে তিনি ঋষি পুত্র রণবীর কাপুর।

শুক্রবার ইডির তলবে হাজিরা দেয়ার কথা রয়েছে রণবীরের। কিন্তু অভিনেতা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হওয়ার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন।

এরপরই ইডির সন্দেহের তালিকায় আছেন কাপুর পরিবারের আরেক সদস্য, শ্রদ্ধা কাপুর। বলিউড ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর ছাড়াও এ বড় অংকের অর্থ কেলেঙ্কারিতে নাম রয়েছে কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান, গায়ক আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, সুখবিন্দর সিংহ, এমনকি জনপ্রিয় গায়িকা নেহা কক্করেরও।

বলিউডের আরও সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন টাইগার শ্রফ, গোবিন্দ, এলি আব্রাম, সানি লিওনি, ভাগ্যশ্রী, পুলকিত সম্রাট, কৃতি খরবান্দা, নুসরত ভারুচার, কৃষ্ণা অভিষেক এবং কৌতুক অভিনয়শিল্পী ভারতী সিং।

এই সব বলিউড সেলিব্রিটিই ফেঁসেছেন ‘মহাদেব বেটিং অ্যাপ’ মামলায়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, ‘মহাদেব বেটিং অ্যাপ’-র কর্ণধার সৌরভ চন্দ্রশেখর। এ গেমিং অ্যাপের মাধ্যমেই কোটি কোটি কালো টাকা হাতিয়ে নিচ্ছেন তিনি।

টাকা খরচ করে এ অ্যাপের বিভিন্ন খেলায় এন্ট্রি নিতে হয়। তারপর বিভিন্ন খেলায় জিতলে খেলোয়াড় এন্ট্রির টাকাসহ জয়ী হওয়ার টাকাও পেয়ে যান। কিন্তু প্রকৃতপক্ষে কোনো খেলোয়াড়ই খেলায় জিততে পারেন না। জুয়ার মতো এ খেলায় খেলোয়াড়ের এন্ট্রি অর্থাৎ বাজি ধরার সব টাকাই চলে যায় অ্যাপের কর্ণধার দুবাইয়ে থাকা সৌরভ আর রবি উপলের কাছে।

এ গেমিং অ্যাপের প্রচারণা ও বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন বলিউড স্টাররা। তাছাড়া সম্প্রতি ইডির তালিকায় নাম থাকা তারকারা অংশ নিয়েছিলেন গেম অ্যাপের কর্ণধার সৌরভের রাজকীয় বিয়েতে। সেখানে পারফর্মের জন্য বড় অংকের টাকা উপহার হিসেবে পেয়েছেন তারকারা। উপহার পাওয়া এ সবই কালো টাকা বলে সন্দেহ করছে ইডি কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ “ওয়েজবোর্ড কার্যকর করা বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব”

Leave a Reply