Home > দেশ সংযোগ > মালয়েশিয়াগামী নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গার প্রাণহানি

মালয়েশিয়াগামী নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গার প্রাণহানি

কুষ্টিয়ায় কিশোর-কিশোরীর মরদেহ উদ্ধার, 'আত্মহত্যা' ধারণা পুলিশের

মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।

আজ বৃহস্পতিবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (৭ আগস্ট) মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে এই প্রাণহানির ঘটনা ঘটে। এই ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

মিয়ানমারের সিত্তে শহরের শিয়ে ইয়াং মেট্টা ফাউন্ডেশন মুখপাত্র ব্যায়া লাট বলন, নিহতদের মধ্যে ১০ জন নারী এবং সাতজন পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

তিনি আরও বলেন, নৌকা ডুবির ঘটনায় আটজনকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদেরকে স্থানীয় একটি থানায় হেফাজতে রাখা হয়েছে।

সিত্তের একজন পুলিশ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, তিনজন চালকসহ নৌকাটিতে ৫৮ জন যাত্রী ছিলেন। পরিচয় না প্রকাশ করার শর্তে এই কর্মকর্তা আরও বলেন, সাগরে তীব্র ঝড়ের মুখে নৌকাটি ডুবে যায়।

Leave a Reply