Home > ফিচার > “ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে”

“ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে সিলেটবাসীকে। নদীতে বাঁধ দিয়ে পানির গতিকে বাধাগ্রস্ত করতেই প্রায়ই এমনটা হচ্ছে।

সরকারের সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। আইন যেন তাদের হাতের মুঠোয়। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালিকরণ করা হয়েছে।

কোরবানির পশুর চামড়া বিক্রি হয়নি অভিযোগ করে রিজভী বলেন, চামড়া নিয়েও সিন্ডিকেট। গরিবের হক নষ্ট করে এ দেশের সিন্ডিকেট বাণিজ্য চলছে। চামড়া নিয়ে এহেন নৈরাজ্য কেবল আওয়ামী লীগের আমলেই সম্ভব।

রোহিঙ্গা ক্যাম্পে মানবিক বিপর্যয় দেখা গেছে জানিয়ে রিজভী বলেন, নতজানু সরকার তাদের মিয়ানমারে ফেরাতে পারেনি। তৎপর ও কর্মক্ষম সরকার হলে এমন হতো না।

আরও পড়ুনঃ চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ডলার

Leave a Reply